৮৬২ পিচ ইয়াবা উদ্ধার, মহিলাসহ গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় খুলনায় এক মহিলাসহ ১৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৬২ পিচ ইয়াবা ও ১২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যা ব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মহানগরীর রেলিগেট এলাকার রেলকলোনী সংলগ্ন এলাকা থেকে ৫৬ পিচ ইয়াবাসহ এক মহিলাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছাঃ ময়না বেগম (৩৭) নগরীর মিয়া পাড়া ২য় গলির মতি হাওলাদারের মেয়ে।
এদিকে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ১৬ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৬৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান জানান, জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে ৮০৬ পিচ ইয়াবা ও ১২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোট ১০ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Related posts