৫ এপ্রিল, রোববার

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হওয়ার সুযোগ আসতে পারে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা ক্রোন্দলে জড়িয়ে পড়তে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা মিশ্র যাবে। ভাগ্য উন্নতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা কোনো বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলাপূর্ণ। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের যোগ। পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ রয়েছে। অংশীদারি কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন। প্রেমের আঘাতে ছটফট করতে হবে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না।

তুলারাশি (২৩সেপ্টেম্বর২১অক্টোবর): আজতুলারাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।প্রত্যাশিতকাজেকিছুরহস্যজনকঝামেলাদেখাদেবে।মায়েরশরীরভালোযাবেনা।কোনোআত্মীয়রসাথেঅহেতুকভুলবোঝাবুঝিতেজড়িয়েযেতেপারেন।ভূমিস্থাবরসম্পত্তিসংক্রান্তজটিলতামোকাবেলাকরতেহবে।যানবাহনচুরিযাওয়ারআশঙ্কাপ্রবল

বৃশ্চিকরাশি (২২অক্টোবর২০নভেম্বর): বৃশ্চিকরাশিরজাতকজাতিকাদেরদিনটিভালোযাবে।গার্মেন্টসব্যবসায়ীদেরআয়রোজগারকিছুঝামেলাহতেপারে।সাংবাদিকরাকোনোনিরবহুমকিপেতেপারেন।রহস্যজনককাজেঅগ্রগতিহতেপারে।ছোটভাইবোনেরজন্যঅর্থব্যয়করতেপারেন।মুদ্রণপ্রকাশনাব্যবসায়অহেতুকবাধাবিপত্তিঅব্যাহতথাকবে

ধনুরাশি (২১নভেম্বর২০ডিসেম্বর): ধনুরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্র।আর্থিকঅবস্থারউন্নতিআশাকরাযায়।ব্যবসায়ীকআয়রোজগারবৃদ্ধিপাবে।পরিবারেরসদস্যদেরনিয়েকোনোআপ্যায়নেঅংশনিতেপারেন।সঞ্চয়েরপ্রচেষ্টায়অগ্রগতিহবে।বাসারকোনোঅব্যবহৃতপণ্যবিক্রয়করতেপারেন

মকররাশি (২১ডিসেম্বর২০জানুয়ারি): মকররাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রযাবে।রহস্যজনককারণেআপনারপ্রভাবপ্রতিপত্তিবৃদ্ধিপাবে।সরকারিকাজেকোনোরহস্যজনকসুযোগপেতেপারেন।জীবনসাথীরসাথেভুলবোঝাবুঝিএড়িয়েচলতেহবে।অংশীদারিকাজেরবিষয়েদু:শ্চিন্তাকরতেপারেন।অসুস্থদেরশারীরিকঅবস্থারউন্নতিহবে।অন্যমনস্কতারজন্যছোটখাটোদুর্ঘটনারআশঙ্কারয়েছে

কুম্ভরাশি (২১জানুয়ারি১৮ফেব্রুয়ারি): কুম্ভরাশিরজাতকজাতিকাররদিনটিভালোযাবেনা।আয়রোজগারব্যহতহতেপারে।যানবাহনসংক্রান্তব্যয়বৃদ্ধিরযোগ।তবেপ্রবাসীরাআজসফলহতেপারেন।ট্রাভেলএজেন্সিট্রান্সপোর্টব্যবসায়রহস্যজনকঘটনাঘটতেপারে।ব্যয়তুলনামূলকবৃদ্ধিপাবে

মীনরাশি (১৯ফেব্রুয়ারি২০মার্চ): মীনরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।ব্যবসাবাণিজ্যেভালোআয়রোজগারআশাকরতেপারেন।বন্ধুরসাহায্যেবকেয়াবিলআদায়করাসম্ভবহবে।বড়ভাইবোনেরসাথেসাংসারিকবিষয়নিয়েমতোভেদতৈরিহতেযাচ্ছে।কোনোবন্ধুরবিবাহবাবিবাহবার্ষিকীতেঅংশনিতেপারেন।কাজেরপ্রতিসিরিয়াসহন৷

Related posts