৩১ জানুয়ারি, বৃহস্পতিবার

মেষ: আপনার আজকের দিনটি মধ্যম। সারাদিন ছোটখাটো ঝামেলায় জড়াতে পারেন। আজকে অন্য দিনের থেকে একটু সজাগ থাকুন। নিত্যান্ত প্রয়োজন ছাড়া আজকে কোন রকম বিনিযোগ না করাই ভাল। শুভ রং-কমলা, শুভ সংখ্যা-৪।
বৃষ: আপনার আজকের দিনটি শুভ অশুভ মিশ্রিত। অপ্রিয় সত্য কথা বলায় প্রিয়জনের বিরাগভাগন হবেন। বিদ্যার্থিরা কোন পরিক্ষা থাকলে একটু মনোযোগী হন। আইন ও অডিট সংক্রান্ত কর্মের সাথে নিযুক্ত ব্যাক্তিরা সফলতা পাবেন। শুভ রং-বেগুনি, শুভ সংখ্যা-৬।
কর্কট: পারিবারিক সমস্যা জটিলতর হতে পারে। সতর্কতার অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। তারই মধ্যে দানধ্যানের সুবাদে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। নতুন কোন পরিকল্পনায় বিনিয়োগ করলে লাভ হবে। শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ৬।
মিথুন: আপনার আজকের দিনটি শুভ। কার্জক্ষেত্রে কর্মন্নোতি হতে পারে। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। বিদ্যার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ও গবেষনার সুযোগ। ব্যাবসায় বাড়তি লগ্নীর সুযোগ। শুভ রং-নীল, শুভ সংখ্যা-৩।
সিংহ: আপনার আজকের দিনটি মধ্যম। লিভারে সমস্যা আসতে পারে। ব্যাবসায়ে পার্টনারের আচরণে অশান্তির সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতামূকল পরীক্ষা থাকলে আশানুরূপ ফল নাও হতে পারে। শুভ রং- সাদা, শুভ সংখ্যা-৩।
কন্যা: আপনার আজকের দিনটি শুভ অশুভ মিশ্রিত। পায়ের হাড় বেড়ে ব্যাথা হতে পারে। কর্মস্থানে নায্য পাওনা আদায়ে উর্ধ্ধতনের সাথে আলোচনায় বসুন। কোন ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। শুভ রং- হলুদ, শুভ সংখ্যা-৫।
তুলা: আপনার আজকের দিনটি মধ্যম। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। হঠাৎ করে উত্তেজিত হবেন না। প্রেম সম্পর্কে মনোমালিন্য হতে পারে। শুভ রং -সবুজ, শুভ সংখ্যা-৬।
বৃশ্চিক: আপনার আজকের দিনটি মধ্যম। মাথার যন্ত্রণায় সকালের দিকে কষ্ঠ পেতে পারেন। কোন প্রকার দু:সাহসিক সিদ্ধান্তে অসফলতা লাভের যোগ। কর্মস্থানে ছোটখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে। ব্যাবসায়ীরা ১২ টা থেকে ২ টোর মধ্যে অর্থ বিনিযোগ করুন। শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৬।
ধনু: আপনার আজকের দিনটি মধ্যম। কাঁধে এবং কোমরের ব্যাথায় কষ্ট পেতে পারেন। গণিত ও অর্থনীতি নিয়ে যারা উচ্চশিক্ষা করছেন তারা আজ বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে মনের কথা খুলে বলুন। শুভ রং- কমলা, শুভ সংখ্যা-৫।
মকর: আপনার দিনটি মধ্যম। অতিরিক্ত আশাবাদী হবেন না তাতে অবসাদ বাড়বে। কর্মপ্রার্থীদের কোন কাজের উপায় হতে পারে ব্যবসায়ীরা আজকে লাভবান হবেন। ইঞ্জিয়ারিং বিষয় নিয়ে উচ্চশিক্ষা করলে দিনটা ভাল যাবে। শুভ রংয়- লাল, শুভ সংখ্যা-৮।
কুম্ভ: আপনার আজকের দিনটি মধ্যম। অতিরিক্ত বন্ধু বৎসল হবেন না তাহলে অর্থ ব্যায়ের যোগ রয়েছে। মেশিনারী সংক্রান্ত ব্যবসায় নিযুক্ত ব্যাক্তির জন্য আজ দিনটা শুভ। শুভ রং-বাদামি, শুভ সংখ্যা-২।
মীন: আপনার আজকের দিনটি মধ্যম। গৃহগত পরিবেশে শান্তি বজায় রাখুন। নিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যাবসায়ে কিছুটা মন্দাভাব থাকবে। শুভ রং-গোলাপি,শুভ সংখ্যা-১।

Related posts