
মেষ: এই রাশির জাতক জাতিকার আজ দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়।
বৃষ: এই রাশির জাতক জাতিকাদের কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।
মিথুন: আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। আজ আপনি কারও কাছ থেকে দীক্ষা লাভও করতে পারেন। এইদিন কোনও কিছুর অপচয়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অনেক দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ আপনার কাছে বদ্ধ মনে হবে।
কর্কট: জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।
সিংহ: এই রাশির জাতক জাতিকাদের সমাজের অনেকের সঙ্গে আলাপ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। এদিন বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজন করতে হতে পারে আপনাদের।
কন্যা: এই রাশির জাতক জাতিকাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।
তুলা: শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।
বৃশ্চিক: এইরাশিরজাতকজাতিকাদেরআজস্ত্রীয়েরকর্মকুশলতায়বড়কোনওসমস্যাথেকেউদ্ধারপাওয়ারসম্ভাবনারয়েছে।আজব্যবসায়নতুনকিছুকরারচেষ্টাকরুন।নিজস্ববুদ্ধিবলেএবংপরাক্রমেএদিনঅনেককঠিনসমস্যারসমাধানকরতেপারেন।সন্তানেরপদোন্নতিহবে।
ধনু: এইরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।সকালেরদিকেবেচাকেনায়ভালোআয়েরসুযোগরয়েছে।মিষ্টান্নওখাদ্যদ্রব্যপ্রস্তুতকারকদেরভালোআয়হবে।দুপরেরপরথেকেব্যয়বৃদ্ধিরযোগ।ট্রান্সপোর্টব্যয়বৃদ্ধিপাবে।বিদেশথেকেভালোকিছুটাকাআসতেপারে।
মকর: এইরাশিরজাতকজাতিকারদিনটিশুভসম্ভাবনাময়।সন্তানেরসাথেবেড়াতেযেতেপারেন।সৃজনশীলকাজেআপনারসুনামওসম্মানবৃদ্ধিপাবে।কোনবন্ধুরসাহায্যপেতেপারেন।রোমান্টিকসম্পর্কেনতুনঘটনাঘটতেপারে।আজনিঃসন্তানদেরসন্তানলাভেরযোগবলবান।প্রতিযোগীতামূলককোনকাজেবিজয়ীহবারসম্ভাবনা।
কুম্ভ: এইজাতকজাতিকারদিনটিপ্রত্যাশাপূরণের।সাংসারিককোনবিষয়েমায়েরপরামর্শেউপকৃতহতেপারেন।আত্মীয়দেরসাহায্যলাভেরযোগপ্রবল।যানবাহনলাভেরসুযোগআসতেপারে।চিকিৎসকওঔষধবিক্রয়প্রতিনিধিদেরআর্থিকউন্নতিহতেপারে।জমিওভূমিক্রয়বিক্রয়েসফলহতেপারেন।
মীন: এইরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।গার্মেন্টসইন্ডাস্ট্রিতেকর্মরতদেরকাজেরঝুঁকিবৃদ্ধিপাবে।ছোটভাইবোনেরকর্মলাভেরযোগবলবান।বিদেশথেকেকোনভালোসংবাদপেতেপারেন।প্রবাসীদেরমনবাঞ্ছাপূরণেরসম্ভাবনা।মানিএক্সচেঞ্জওবিকাশএজেন্সিব্যবসায়ীরাভালোআয়করতেপারেন৷