
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল)- মেষ রাশির জাতক জাতিকার আজ দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে)- বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ শুভ চন্দ্রের প্রভাবে আপনার ক্ষমতা ও দক্ষতার বৃদ্ধি হবে। বেসরকারী শিক্ষকদের সম্মানিত হওয়ার দিন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে ভালো কোন সংবাদ পেতে পারেন। প্রেমের বিয়ের ক্ষেত্রে অবিভাবকদের চাপ বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন)-মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সাংসারিক ক্ষেত্রে ব্যয় তুলনামূলক বাড়তে পারে। হঠাৎ করে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। কোনো দূর্ঘটনা বা রক্তপাতের সম্মূখীন হতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ আয়ের যোগ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই)- কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। শ্রমজীবীদের আজ আয় রোজগার বৃদ্ধির যোগ। ঠিকাদারী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ কোন সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট)- সিংহ রাশির জাতক জাতিকার কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। বেকারদের কর্মলাভের স্বপ্ন পূরণ হতে পারে। চাকরি সংক্রান্ত তদবিরে আশাতীত সাফল্য পেতে পারেন। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য লাভের যোগ রয়েছে। স্থানীয় রাজনৈতিক কাজে দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকারী প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততা বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর)- কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কোন শিক্ষকের দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। কর্মস্থলে পিতার সাহায্য পেতে পারেন। ক্ষুদেবিজ্ঞানীরা কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে বিদেশ যাত্রার যোগ।
তুলারাশি (২৩সেপ্টেম্বর – ২১অক্টোবর)- তুলারাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।কাজকর্মেকিছুজটিলতাদেখাদেবে।ব্যক্তিঋণবামাল্টিপারপাসেরকিস্তিরটাকাপরিশোধেরচাপবৃদ্ধিপাবে।রাস্তাঘাটেসাবধানেচলাফেরাকরুন।ঝুঁকিপূর্ণবিনিয়োগেআশানুরুপআয়েরযোগরয়েছে।চিকিৎসকওশেয়ারব্যবসায়লাভেরসম্ভাবনা।
বৃশ্চিকরাশি (২২অক্টোবর – ২০নভেম্বর)- বৃশ্চিকরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।অবিবাহিতদেরবিয়েবাএনগেজমেন্টএরসুযোগআসতেপারে।খাদ্যওপানিয়েরব্যবসায়কোনপ্রকারপ্রশাসনিকজটিলতারআশঙ্কা।কোনসংকটেরগভীরমুহূর্তেজীবনসাথীবাঅংশীদারদেরসাহায্যপেতেপারেন।বৈদেশিককাজেআশানুরুপঅগ্রগতিহতেপারে।
ধনুরাশি (২১নভেম্বর – ২০ডিসেম্বর)- ধনুরাশিরজাতকজাতিকারশরীরস্বাস্থ্যভালোযাবেনা।কাজেরলোকেরউপরকিছুটাবিরক্তহওয়ারআশঙ্কা।অণৈতিকসম্পর্কেরঅবশানহতেপারে।পারিবারিকক্ষেত্রেআত্মীয়রদ্বারাগোপনশত্রুতারশিকারহতেপারেন।আপনারকোনোমূল্যবানদ্রব্যহারিয়েফেলারআশঙ্কারয়েছে।অসুস্থদেরআরোগ্যলাভেরযোগ।
মকররাশি (২১ডিসেম্বর – ২০জানুয়ারী)- মকররাশিরজাতকজাতিকারদিনটিশুভসম্ভাবনাময়।সন্তানেরসাথেবেড়াতেযেতেপারেন।সৃজনশীলকাজেআপনারসুনামওসম্মানবৃদ্ধিপাবে।কোনবন্ধুরসাহায্যপেতেপারেন।রোমান্টিকসম্পর্কেনতুনঘটনাঘটতেপারে।আজনিঃসন্তানদেরসন্তানলাভেরযোগবলবান।প্রতিযোগীতামূলককোনকাজেবিজয়ীহবারসম্ভাবনা।
কুম্ভরাশি (২১জানুয়ারী –১৮ফেব্রুয়ারী)- কুম্ভেরজাতকজাতিকারদিনটিপ্রত্যাশাপূরণের।সাংসারিককোনবিষয়েমায়েরপরামর্শেউপকৃতহতেপারেন।আত্মীয়দেরসাহায্যলাভেরযোগপ্রবল।যানবাহনলাভেরসুযোগআসতেপারে।চিকিৎসকওঔষধবিক্রয়প্রতিনিধিদেরআর্থিকউন্নতিহতেপারে।জমিওভূমিক্রয়বিক্রয়েসফলহতেপারেন।
মীনরাশি (১৯ফেব্রুয়ারী – ২০মার্চ)- মীনেরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।গার্মেন্টসইন্ডাস্ট্রিতেকর্মরতদেরকাজেরঝুঁকিবৃদ্ধিপাবে।ছোটভাইবোনেরকর্মলাভেরযোগবলবান।বিদেশথেকেকোনভালোসংবাদপেতেপারেন।প্রবাসীদেরকোনমনবাঞ্ছাপূরণেরসম্ভাবনা।মানিএক্সেঞ্জওবিকাশএজেন্সীব্যবসায়ীরাভালোআয়করতেপারবেন।