
এসবিনিউজ ডেস্ক: আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘গতবারের মতো দুই ধাপে নয়, এবার তিন দিনব্যাপী এক ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।’ তিনি আরো বলেন, ‘ইজতেমা নিয়ে দু’পক্ষকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি সরকার।’
এর আগে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারিখ ঘোষিত হল।