
স্টাফ রিপোর্টার: খুলনার ইতিহাস ও ঐতিহ্যের ১৩৭ বছর পূর্তিতে ‘খুলনা দিবস’ উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে শনিবার (২৭এপ্রিল) সকালে সংগঠনের কার্যালয়ের সামনে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খুলনা দিবস এর উদ্বোধন করা হয়।
১৮৪২ সালে খানজাহান আলী (রা:) স্মৃতি বিজড়িত ভৈরব-রূপসা বিধৌত পূর্ণভূমি নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয়। খুলনা মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব অনেক বেশি হওয়ায় মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬ শত ৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫ শত জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় এবং খুলনার প্রথম জেলা ম্যাজিষ্ট্রেট মি. ডাব্লিউ এম ক্লে দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর খুলনার ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্য সম্বলিত বর্ণাঢ্য র্যা লী সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উন্নয়ন ভবনের সামনে এসে শেষ হয়। দুপুরে ঐতিহ্যবাহী মেজবান এবং নগরীর শহীদ হাদিস পার্কে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম, সাবেক সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: আনিসুর রহমান বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো: জাফর ইমাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, শিল্পপতি ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, আলহাজ্ব শরীফ ফজলুর রহমান, বিশিষ্ট উন্নয়ন নেতা আলহাজ্ব লোকমান হাকিম, এ্যাড. এস এম মঞ্জুর-উল-আলম, বিশিষ্ট নাগরিক নেতা এ্যাড. কুদতর-ই-খুদা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. এস আর ফারুক, পুলিশিং কমিটির সেক্রেটারী এ কে এম কামরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মো: নিজামউর রহামান লালু, শাহিন জামান পন, অধ্যাপক মো: আবুল বাসার, শেখ আবুল কাশেম, জেড এ মাহমুদ ডন, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মো: মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মিনা আজিজুর রহমান, মো: মিজানুর রহমান জিয়া, মো: বদিয়ার রহমান শিক্ষক, মহিলা সম্পাদক রসু আক্তার, শেখ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: মিজানুর রহমান টিংকু, নুরুজ্জামান খান (বাচ্চু), মো: রকিব উদ্দীন ফারাজী, জয়নাল আবেদীন বাবলু, সামছুল কাদের মজনু, সরদার রবিউল ইসলাম রবি, মো: খলিলুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, এস এম আক্তার উদ্দিন পান্নু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো: ইসমাইল হোসেন, আলহাজ্ব এস এম দাউদ আলী, মো: আরজুল ইসলাম আরজু, মো: ইদ্রিস আলী খান, বিশ্বাস জাফর আহমেদ, অধ্যাপক মো: আজম খান, মো: ফেরদাউস হোসেন লাবু, প্রকৌ: মো: রফিকুল আলম সরদার, গোলাম রব্বানী ভূইয়া, এস এম দেলোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির মো: রুহুল আমীন, শেখ হাফিজুর রহমান চৌধূরী, গাজী মো: ইলিয়াস, কাজী মিরাজ হোসেন, মো: আতিয়ার রহমান প্রমুখ।