মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ❙ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ

এসবিনিউজ ডেস্ক: বাংলাদেশের স্থলবন্দরসমূহ দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরা হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমতবস্থায় বাংলাদেশে অধিক সংক্রমণ প্রতিরোধে ২২ মার্চ (রোববার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেনাপোল, ভোমরা, বাংলাবান্দা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্ধর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

 

Related posts