
এসবিনিউজ ডেস্ক: সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার হওয়া মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন একটি মামলা দেয়ার করা হয়েছে। মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে সু চির বিরুদ্ধে নতুন এ মামলা করা হয়। এদিন সু চি ভার্চুয়ালি আদালতে উপস্থিত হন।
এর আগে সু চির বিরুদ্ধে অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগে আনা হয়েছিল।
এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর ফের দেশে নতুন নির্বাচন আয়োজন করার প্রতিজ্ঞা করেছে। দেশটিতে এখন সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী।