সুন্দরবন: হরিণের মাংসসহ পৌনে ২ কোটি পোনা জব্দ

স্টাফ রিপোর্টার: মোংলার সুন্দরবনের আমবাড়িয়া এলাকা থেকে হরিণের মাথা, চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: ইযপ¤ষ্ফ¡য় আল মাহমুদ
জানান, কোস্ট গার্ডের হাড়বাড়িয়া ষ্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৮ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ১টি চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংস, মাথা ও চামড়া রোববার দুপুরে বনবিভাগের জোংড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো: শাহিন কবির বলেন, কোস্ট গার্ডের উদ্ধার করে দেয়া হরিণে মাংস, চামড়া ও মাথা মাটি চাপা দেয়া হয়েছে।
এদিকে কোস্ট গার্ডের নলিয়ান আউট পোস্টের সদস্যরা রোববার দুপুরে পশ্চিম সুন্দরবনের শিবসা নদী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ট্রলারসহ ১ কোটি ৭২ লাখ পারসে মাছের পোনা জব্দ করেছে। জব্দকৃত ট্রলার ও পোনার মূল্য ৪ কোটি চৌষট্টি লাখ টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা
ইযপ¤ষ্ফ¡য় আল মাহমুদ। জব্দকৃত ট্রলার ও মাছের পোনা খুলনার দাকোপ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

Related posts