
এসবিনিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বাড়ছে খাবার পানির সংকট। সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন সাধারণ মানুষ। একই সঙ্গের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মিঠা পানির জলাধারগুলো শুকিয়ে যাওয়ায় বনের প্রাণীদেরও পানির সংকট দেখা দিয়েছে। সরকার নানা উদ্যোগের কথা বললেও বাস্তবে টাকার অভাবে পরিকল্পনা বাস্তবায়ন চলছে খুবই ধীর গতিতে। এমনই এক পরিস্থিতি সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশে পালিত হচ্ছে সুন্দরবন দিবস।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতি বছর দেশে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।
পরিবেশমন্ত্রণালয়সূত্রজানায়, সুন্দরবনেরপানিসংকটকাটাতে৮৪টিপুকুরখননওপুনঃখননপ্রকল্পহাতেনেওয়াহয়েছে।সুন্দরবনেরয়েলবেঙ্গলটাইগার, হরিণসহ৩৭৫প্রজাতিরবন্যপ্রাণীরবসবাস।এইপ্রকল্পেরআওতায়বন্যপ্রাণীরদীর্ঘদিনেরসুপেয়মিঠাপানিরচাহিদামেটানোরপাশাপাশিবনবিভাগেরকর্মকর্তা–কর্মচারীসহবনজীবীওপর্যটকদেরখাবারপানিরজন্য৪টিনতুনপুকুরখননও৮০টিপুকুরপুনঃখননকরারকথা।জলবায়ুট্রাস্টফান্ডেরঅর্থায়নে৪কোটি৯৮লাখটাকাব্যয়েএসবপুকুরেরমধ্যে৭০টিতেনির্মাণকরারকথাপাকাঘাট।পুরাতনপুকুরগুলোঝড়–জলোচ্ছ্বাসেভরাটহয়েযাওয়ায়বছরেরপরবছরধরেবাঘ–হরিণসহবন্যপ্রাণীসাধারণতসুপেয়পানিসংকটেরমধ্যেথাকে।
এইপ্রকল্পেরপরিচালকওবনসংরক্ষক (সিএফ) মিহিরকুমারজানান, সুন্দরবনেএপ্রকল্প৩টিরকাজশেষহলেইকোট্যুরিজমেরউন্নয়নওদীর্ঘদিনধরেবাঘ–হরিণসহবন্যপ্রাণীরসুপেয়পানিসমস্যারবহুলাংশেরসমাধানহবে।অবকাঠামোগতসমস্যাঅনেককমেআসারপাশাপাশিম্যানগ্রোভবনেরপ্রাণপ্রকৃতিনিয়েইকোলজিক্যালমনিটরিংসিস্টেমেরমাধ্যমেগবেষণাকরেসমস্যাসমাধানকরাসহজতরহবে।
মন্ত্রণালয়েরএকজনউর্ধ্বতনকর্মকর্তাজানান, প্রকল্পটিচলতিবছরেরডিসেম্বরমাসেশেষহবারকথাথাকলেওশেষহবেকিনাতাঅনিশ্চিত।কারণএইপ্রকল্পেরঅর্থছাড়েরবিলম্বহচ্ছে।এখনপর্যন্তএকচতুর্থতাংশটাকাছাড়হয়েছে।এতেবড়জোর২৫ভাগকাজহতেপারে।
এবিষয়েমিহিরকুমারবলেন, আমাদের৮০টিপুকুরখননওপুনঃখননকাজের২৫ভাগেরমতোহয়েছে।এখনওকাজচলমান।তবেকাজনির্ধারিতসময়েশেষকরতেহলেদ্রুতঅর্থছাড়প্রয়োজন।
এইবিষয়েজানতেচাইলেবাপার (বাংলাদেশেপরিবেশআন্দোলন) সাধারণসম্পাদকশরীফজামিলবলেন, সুন্দরবনবরাবরইঅবহেলারজায়গায়।শুধুসুপেয়পানিনয়সবক্ষেত্রেইএরপ্রাণওপ্রতিবেশরক্ষায়সরকারেরনেওয়াবেশিরভাগপ্রকল্পেরঅবস্থাএমনই।তিনিবলেন, ‘আমরাদীর্ঘদিনধরেইসুন্দরবনবাঁচানোরআন্দোলনকরেআসছি।কয়লাভিত্তিকবিদ্যুৎকেন্দ্রগুলোরজন্যকয়লাযখননদীদিয়েআনাহবেতখনওনদীরপানিদূষণেরশিকারহবে।সুন্দরবনকেবাঁচাতেহলেআসলেএকটিসমন্বিতপরিকল্পনাকরাজরুরি।’
ভালবাসাদিবসআরপহেলাফাল্গুনেরআড়ালেঢেকেযাওয়াএইসুন্দরবনদিবসউদযাপনকরতেযাচ্ছেবাংলাদেশপরিবেশআন্দোলন (বাপা) ওসুন্দরবনরক্ষাজাতীয়কমিটি।তারাযৌথউদ্যোগেআজ১৪ফেব্রুয়ারি “সুন্দরবনদিবসেসুন্দরবনেরগল্প” শীর্ষকএকওয়েবিনারেরআয়োজনকরেছে।ওয়েবিনারেসভাপতিত্বকরবেনবাপাওসুন্দরবনরক্ষাজাতীয়কমিটিরসভাপতি, সুলতানাকামাল।এতেবক্তব্যরাখবেনবাপারসহ–সভাপতি, ড. নজরুলইসলাম, সুন্দরবনরক্ষাজাতীয়কমিটিরসদস্যসচিবডা. মো. আব্দুলমতিন, তেল–গ্যাস–খনিজসম্পদওবিদ্যুৎ–বন্দররক্ষাজাতীয়কমিটি’রসদস্যসচিব, অধ্যাপকআনুমুহাম্মদ, খুলনাবিশ্ববিদ্যালয়েরঅধ্যাপকড. আব্দুল্লাহহারুনচৌধুরীসহআরওঅনেকে।