সোমবার, ২৭ মার্চ ২০২৩ ❙ ১২ চৈত্র ১৪২৯

সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্র মানুষের

বিকল্প কর্মসংস্থানে পদক্ষেপ গ্রহণ দরকার

স্টাফ রিপোর্টার: সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা বলেছেন, সুন্দরবনের সুরক্ষায় এই বনের উপর নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ দরকার। সেই সাথে সুন্দরবন বিষয়ক পৃথক মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালনের জন্য বক্তারা আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর জীবন রক্ষায় সুন্দরবনকে বাঁচিয়ে রাখা জরুরী। আর এ জন্য সুন্দরবনে প্রবেশাধিকার আরো সংরক্ষিত হওয়া দরকার। দুবলার চরে শুঁটকি মাছের প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে রাখা হবে কি-না তা’ নতুন করে ভাববার সময় এসেছে।  সোমবার সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুন্দরবনপ্রেমীদের অংশগ্রহণে ভার্চয়াল প্লাটফর্মে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় পৌনে তিন ঘন্টা স্থায়ী এ সভাটি শুরু হয় ১১টায়। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির উপদেষ্টা এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সূচনা বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। প্রায় ৭০ জন সুন্দরবনপ্রেমী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তৃতা করেন সুন্দরবন গবেষক অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, সুন্দরবন সন্নিহিত এলাকার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন পিরোজপুরের মুনীরুজ্জামান নাসিম আলী, সাতক্ষীরার কল্যাণ ব্যাণার্জী, বাগেরহাটের আহাদ উদ্দিন হায়দার, মোংলার নূর আলম শেখ, সাতক্ষীরার মোহাম্মদ আলী সুজন, শরণখোলার ইসমাইল হোসেন লিটন, পিরোজপুরের তানভীর আহমেদ, বাগেরহাটের নারীনেত্রী খালেদা হেনা, অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল, কারিতাসের ড. সুমন কুমার মালাকার, শ্যামনগরের সামস-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মু-া, বাগেরহাটের মুখার্জী রবীন্দ্রনাথ, বরগুনার জাগো নারীর হোসনেয়ারা হাসি, ডিউক ইবনে আমিন, চট্টগ্রামের মধু গবেষক সৈয়দ মোঃ মঈনুল আনোয়ার, রংপুর থেকে মিজানুর রহমান, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

উল্লেখ্য, অতিমারী করোনার ফলে চলমান নিষেধাজ্ঞার কারণে গতবারের মত এবারও সীমিতভাবে দিবসটি পালিত হয়। বিশ^ ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা এবং অনন্যসুন্দর প্রাকৃতিক এ সম্পদ সংরক্ষণে দুই দশকেরও বেশী সময় ধরে সুন্দরবন একাডেমির আয়োজনে খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাসমূহে বেসরকারিভাবে সুন্দরবন দিবসের নানাবিধ কর্মসূচী পালিত হয়ে আসছে। দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকা ও জীবন রক্ষায় সুন্দরবনের অসাধারণ ভূমিকা প্রশ্নাতীত। এবারের আলোচনা সভার মুখ্য বিষয় নির্ধারিত ছিল- ‘সুন্দরবনের উপর নির্ভরশীল দরিদ্্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান’।

Related posts