মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ❙ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ‘ডাকাত সদস্য’ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহরে বন্দুকযুদ্ধে অহেদ আলী গাজী (৪৪) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, অহেদ আলী গাজী একজন নাম করা ডাকাত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

Related posts