
স্টাফ রিপোর্টার: আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, খুলনা সংগঠনের প্রয়াত সদস্য, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সুবীর রায় স্মরণে রোববার (৮ সেপ্টেম্বর) এক শোক সভার আয়োজন করে।
জোটের সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তৃতা করেন এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, এ্যাডভোকেট আফরোজা রোজী, এ্যাডভোকেট নূরুন্নাহার পলি, সাংবাদিক মোঃ নূরুজ্জামান, ধনঞ্জয় সাহা বাপি প্রমুখ। সভা সঞ্চালনা করেন জোটের সদস্য সচিব রাবেয়া বসরী। সভার শুরুতে সুবীর রায়ের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।
বক্তারা প্রয়াত সুবীর রায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সমাজের অবহেলিত মানুষদের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তার জোরালো ভূমিকা স্মরণ করে বলেন, সমাজে তার মতো মানুষের খুব বেশী প্রয়োজন। তার অকাল প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো তা’ শিগগীর পূরণীয় নয়।