
স্টাফ রিপোর্টার: খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক হারুনুর রশিদের ১৯তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
মঙ্গলবার (২ মার্চ) খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ইউনিয়নের ও যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি ও প্রচার সম্পাদক এস এম নূর হাসান জনি।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় বক্তব্য দেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মোজাম্মেল হক হাওলাদার, আহমেদ আলী খান, হুমায়ূন কবীর।
উপস্থিত ছিলেন শেখ আবু হাসান শাহ আলম,মল্লিক সুধাংশু,আনোয়ারুল ইসলাম কাজল,মো. আসাদুজ্জামান রিয়াজ, এস এম ফরিদ রানা, সুনীল দাস, দেবব্রত রায়, রাশিদুল আহসান বাবলু, দেবনাথ রনজিত রনো, তিতাস চক্রবর্তী, ওয়াহিদুজ্জামান বুলু, বাবুল আকতার, শেখ লিয়াকত হোসেন, মিলন হোসেন, কামরুল আহসান, শরিফুল ইসলাম বনি, শেখ মো: সেলিম, শশাঙ্ক স্বর্ণকার, হাসানুর রহমান তানজির, সুমন্ত চক্রবর্তী, হেলাল হোসেন মোল্যা, রাজু সাহা বিপ্লবসহ সংগঠনের সদস্যবৃন্দ।