
এসবিনিউজ ডেস্ক: বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৩এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম বৈঠক। আমরা পরস্পর প্রতিবেশি দেশ। আমাদের মধ্যে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিগত যেমন মিল রয়েছে তেমনি গভীর ও চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা জোরদার করতে চাই।
রীভা গাঙ্গুলী বলেন, বৈঠকে দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ, কানেক্টিভিটি, বিদ্যুৎ সহযোগিতা, ক্রেডিট লাইনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, আমাদের দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক অটুট থাকবে।
একই দিনে তিনি সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গেও সাক্ষাৎ করেন।