শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ❙ ১০ চৈত্র ১৪২৯

সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, লুটতরাজের প্রতিবাদে বিএমএ’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলিম্বদের বাড়ীঘরে হামলা ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটতরাজ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় বিএমএ’র নির্ধারিত মানববন্ধন কর্মসূচি রোববার খুলনায় (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে খুলনা বিএমএ এর প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায় এর সঞ্চালনায় নির্ধারিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ, স্বাচিপ খুলনা জেলা শাখার সভাপতি ডা. শামসুল আহসান মাছুম, নড়াইল বিএমএ’র সভাপতি ডা. আব্দুল কাদির, খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. ইউনুসউজ্জামন খান তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. মোহাম্মদ হাসান, ডা. সুদীপ পাল, খুলনা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল কুমার চন্দ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর যুগ্ম আহবায়ক ডা. শরিফুল ইসলাম জয়, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. আবু রায়হান নিবিড় প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলা দ্রুত বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া,এ সব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় কঠোর শাস্তি নিশ্চিত করা,ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হতে পারে সেই পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী, মন্দির পুনঃনির্মান, নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্বভার গ্রহনসহ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান নিরুপন করে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এছাড়াও বক্তারা জনগণ, সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

Related posts