
স্টাফ রিপোর্টার: একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২০ ফেব্রুয়ারি) ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের উদ্যোগে শিশুদের বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণী পর্যন্ত (ক গ্রুপ) এবং ৪র্থ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত (খ গ্রুপ) এর প্রায় সাড়ে তিনশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। এসময় অন্যান্য ট্রাস্টি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।