
স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেছেন, শিক্ষার্থীদেরে কেবল দক্ষতা অর্জন করলেই চলবে না তাদের শিষ্টাচার ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ছেলেমেয়েরা ভর্তি হলে অভিভাবকরা তেমন খোঁজ নিতেন না। তাদের নিজ দায়িত্বেই লেখাপড়া শেষ করেছে। কিন্তু বর্তমান সামাজিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছেলেমেয়েরা সেখানে কেমন লেখাপড়া করছে বা তাদের ফলাফল কেমন, তাদের আচার-আচরণে অস্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষণীয় হচ্ছে কি না তা অভিভাবকদের খোঁজ-খবর রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেক ছেলেমেয়েই অপসাংস্কৃতির শিকার বা বিপথগামী হয়ে পড়ে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এক মতবিনিময় সভায় উপাচার্য এ কথা বলেন।
তিনি বলেন, ফেসবুক মোবাইলে আসক্তির কারণে অনেকেই ভালো ফলাফল করতে পারছে না, এটা উদ্বেগজনক। এও এক ধরণের মাদকের মতো ক্ষতি করছে। তিনি বলেন মুদ্রিত বই-পুস্তক, পত্র-পত্রিকা পড়লে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ ঘটে যা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে পড়লে যা হয় না।
তিনি আরও বলেন, আমাদের দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে। কিন্তু দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশকে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
তিনি এইচআরএম এর এই মতবিনিময় অনুষ্ঠানকে ব্যাতিক্রমধর্মী আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন এই ডিসিপ্লিন দক্ষ মানব সম্পদ তৈরিতে সবিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এইচআরএম ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ মিজানুর রহমান এবং শিক্ষকদের পক্ষে জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তামিমা হাসান তইশি, ফারিয়া রহমান, আব্দুল্লাহ আল মারুফ ও সৌভিক সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।