
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শালতা নদীর খননকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
শনিবার (২০এপ্রিল) পরিদর্শন কালে তিনি বলেন, শালতা নদী খননের ফলে এ অঞ্চলের মানুষের স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেলো।
তিনি আরও বলেন, নদী খননে কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। প্রকল্প অনুযায়ী যথাযথ ভাবে এ নদী খনন হবে। এ সময় তিনি শালতা খননের জন্য ক্ষতিগ্রস্থ কয়েক জন মানুষের ক্ষতি পূরণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার ইমাম আলী, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস, সৈয়দ ইদ্রিস, সিরাজুল মোড়ল, শাহিনুর খাঁ, শেখ আক্কাজ আলী প্রমুখ।
উল্লেখ্য, ১৪ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্য শালতা নদী খনন করছে পানি উন্নয়ন বোর্ড।