
স্টাফ রিপোর্টার: খুলনায় একটি দেশীয় তৈরি শাটারগান ও ০২ রাউন্ড রাইফেলের গুলিসহ মাসুদ খাঁ (৩৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে খালিশপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে মহানগরীর বিআইডিসি রোডের জাহাঙ্গীরের বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, আটক মাসুদ খাঁ মাদারীপুরের রাজৈর থানার ভূমিহীন পাট্টাপুট্টা কাঠের পুল গুচ্ছ গ্রামের মফিজ খাঁর ছেলে। বর্তমানে তিনি খুলনার খালিশপুরের বিআইডিসি রোডের বাসিন্দা।