লকডাউন শিথিল করলো অস্ট্রিয়া

এসবিনিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করা হয়েছে অস্ট্রিয়া। মঙ্গলবার থেকে দেশটিতে দোকানপাট খুলে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যদিও অস্ট্রিয়ায় মানুষজনকে এখনো কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অস্ট্রিয়ায়র বাসিন্দাদের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ধীরে ধীরে দেশটিতে পুরো লকডাউন শিথিল করা হবে বলেও অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতিমধ্যে লকডাউন শিথিল করে ফেলেছে ইউরোপের দেশ স্পেন এবং ডেনমার্ক। করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউনের ফলে স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা পুনরায় সচল করতেই দেশগুলো এরকম ঝুঁকি নিচ্ছে। ।

ইতালির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার মানুষ। মারা গেছেন ৩৬৮ জন।

Related posts