রোটারি ক্লাব অব সুন্দরবনের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: শনিবার (৫জানুয়ারি) রোটারী ক্লাব অব সুন্দরবনের (আর আই ডিস্ট্রিক ৩২৮১ বাংলাদেশ) উদ্যোগে শতাধিক দুস্থ প্রতিবন্ধিকে কম্বল বিতরণ করা হয়।

রূপসা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রোটাঃলিডার কামরুল করিম। তিনি সকলকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আসুন সকলে শীতার্ত ছিন্নমুল মানুষের পাশে দাড়াই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিপি রোটাঃ মোঃ মফিদুল ইসলাম টুটুল। উপস্থিত ছিলেন রোটাঃওয়াদুদ হোসেন, রোটাঃ আসাদুজ্জামান সোহাগ, রোটাঃ ইউনুস আলী, রোটাঃ রুমা নন্দী, রোটাঃ এমএ বারেক, রোটাঃ মোহাম্মদ মোস্তফা, রোটাঃ মোরশেদ উজ্জামান, রোটা মোক্তাদির রহমান, রোটাঃ নন্দীতা চক্রবর্তী, রোটাঃশচীন সাহা, রোটাঃ হেকিম মতিয়ারা, রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, ঁ শিক্ষাবিদ ও সাংবাদিক আমিয় কান্তি পাল প্রমুখ।

 

Related posts