শুক্রবার, ২৬ মে ২০২৩ ❙ ১২ জ্যৈষ্ঠ ১৪৩০

রূপান্তর ও বর্ষবরণ পর্ষদের নববর্ষ উদযাপন

স্টাফ রিপোটৃার: যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রূপান্তর ও বর্ষবরণ পর্ষদের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়াল পত্রিকা প্রকাশ, আলোচনা এবং পান্তাপর্ব।
পয়লা বৈশাখ সকাল সাড়ে সাতটায় ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ডাঃ শহীদ মিলন চত্বর থেকে শুরু হয়ে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে রূপান্তর অফিসে এসে শেষ হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগতঃ বক্তৃতা করেন বর্ষবরণ পর্ষদের আহ্বায়ক ফরহাদ নেওয়াজ টিপু। আলোচনা করেন অধ্যক্ষ জাফর ইমাম, অধ্যাপক আনোয়ারুল কাদির, সুকান্ত সরকার, রূপান্তরের সাধারণ পরিষদের সদস্য মিনা রাজীব উদ্দিন আহমেদ, নাগরিক ফোরাম নেতা শ. ম. হানিফ জালু, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সোহরাব হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নান্টু চ্যাটার্জী, নেপাল থেকে আসা স্বেচ্ছাসেবী রাজেশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অসীম আনন্দ দাস। অতিথিবৃন্দ রূপান্তর কর্মীদের লেখনী নিয়ে প্রকাশিত দেয়ালপত্রিকা খেরোখাতা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রূপান্তর থিয়েটারের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সব শেষে ঐতিহ্যবাহী বাঙালী খাবারে সকলকে আপ্যায়িত করে অনুষ্ঠানটি শেষ হয়।

Related posts