
স্টাফ রিপোর্টার: ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের আওতায় ওয়ার্ডওয়ারী ‘সম্ভাব্য উপকারভোগী সনাক্তকরণ ও চাহিদা নিরূপন’ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (২২ নভেম্বর) খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু। সভায় ‘স্ক্রীম’ প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ। সভায় কারিগরি সেশন পরিচালনা করেন ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল। সহায়তায় ছিলেন ফিল্ড অফিসার টুকু রানী বিশ্বাস, মাহাবুব রহমান সেন্টু প্রমুখ। সভায় অংশগ্রহণকারীবৃন্দ দলীয় কাজের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্লেষণমুলক উপস্থাপনা উপস্থাপন করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।