শুক্রবার, ২ জুন ২০২৩ ❙ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা অনলাইনে প্রদান করা হবে: মোজাম্মেল

এসবিনিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা সরাসরি নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক (এ২চ) পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বুধবার (৮এপ্রিল) পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংকরোডে সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে র্যা লিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারব্যবস্থাসহ সমগ্র দেশটিকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা সহজ ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।
মন্ত্রী জানান, আগামী ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত সেবাসপ্তাহ পালন করা হবে। মন্ত্রণালয় ও অধীনস্থ সকল দপ্তরের মাধ্যমে সেবা সপ্তাহে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। সেবা প্রত্যাশীদের সহজ ও দ্রুততার সাথে সেবা প্রদান করা হবে। অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদান এবং বিনামূল্যে অসুস্থ চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে কাজ করার লক্ষ্যে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যা লিটি সচিবালয় লিংকরোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে সমাপ্ত হয়। বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীগণ র্যা লিতে অংশগ্রহণ করেন।

Related posts