মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৪ আশ্বিন ১৪৩০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক খুলনার জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম বলেছেন, হতদরিদ্র মানুষের মাঝে সাধ্যমত শীতবস্ত্র বিতরণ করা সমাজের বিত্তবানদের দায়িত্ব। সোমবার (২৮জানুয়ারি) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সাথে অন্যান্য ব্যাংকগুলোকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের আহবান জানান।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজুল হাসান রাজু, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, ব্যবস্থাপক আলী হাসান, এমটিবির কর্মকর্তা হিরন বনিক, ফাইজুল ইসলাম, নাদিরা সুলতানা মিতু, ব্যবসায়ী গোপাল পোদ্দার, সজল আহমেদ আলী, আফসানা রাজুল ডালিয়া, শাজাহান খান, আরিফুর রহমান টুকু, আবু বক্কর সিদ্দিক, জেবুন্নেছা বুড়ি প্রমুখ। অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

Related posts