মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিটি মেয়রের বাণী

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, বাঙালী জাতির ইতিহাসে ১৯৭১ এর ২৬ মার্চ একটি গৌরবময় দিন।

স্বাধীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আহবানে দেশপ্রেমিক জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁদের প্রশংসনীয় বীরত্ব, অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ঘটনা।

মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর ঘোষণায় ১৯৭১ সালে স্বাধীনতাকামী সর্বস্তরের জনগণ হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং ছিনিয়ে আনে আমাদের স্বাধীনতা। এ মহান দিনে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা তিনি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

Related posts