
এসবিনিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন ভারতে এপ্রিলের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। শুক্রনার (২০ নভেম্বর) দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান।
এ নিয়ে আদর পুনাওয়ালা বলেন, দু’দফায় চালু হবে ভ্যাকসিন। ফেব্রুয়ারি ও এপ্রিলে। প্রথমে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের। এছাড়া ভারতের সাধারণ জনগণ এপ্রিল থেকে পাবে এই ভ্যাকসিন।
সেরাম কর্মকর্তা আরো জানিয়েছেন যে , দেশের সব মানুষকে ওই টিকা দেওয়ার জন্য আরও ২/৩ বছর সময় লাগবে। প্রাথমিক ভাবে দু’টি ডোজ দেওয়া হবে। আর এই ভ্যাকসিনের দাম টিকার দাম ১ হাজার রুপির মধ্যেই হবে। সকলেই যদি ইচ্ছুক হন, তাহলে ২০২৪ সালের মধ্যেই ভারতের সব নাগরিককে কোভিড টিকা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন সিরাম কর্তা।
তবে পুনাওয়ালা এও জানিয়েছেন, সব কিছু নির্ভর করছে চূড়ান্ত পর্বের ট্রায়ালের সাফল্য ও টিকা বানানোর সরকারি অনুমোদনের ওপর।