
এসবিনিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি জানতে এবং নির্দেশনা দিতে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন তিনি।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলো যুক্ত হবে।
কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে গত রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।