বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ❙ ১২ আশ্বিন ১৪৩০

বয়স্কদের শরীরেও আশা অনুযায়ী কাজ করছে অক্সফোর্ডের ভ্যাকসিন

এসবিনিউজ ডেস্ক: ষাটের বেশি বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আশা অনুযায়ী কাজ করছে অক্সফোর্ডের ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন বয়স্কদের মধ্যে জোরালোভাবে কাজ করায় আশাবাদী হয়ে উঠছেন গবেষকরা।
চিকিৎসা সাময়িকী ল্যানসেটে বলা হয়, দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৫৬০ জন বয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনের কার্যকারিতা আশাজনক। ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের শরীরে ভ্যাকসিন যেভাবে কাজ করেছে, একইভাবে তা ৫৬ থেকে ৬৯ বছর এবং সত্তরোর্ধ্ব বয়সীদের শরীরেও একইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করেছে।
এবার তৃতীয় ধাপের পরীক্ষায় অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা সংক্রমণ রোধে ভূমিকা রাখে কিনা তা দেখছেন গবেষকরা।

Related posts