বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনেই গতকাল মঙ্গলবার নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাছানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন বিদ্যালয়ের সভাপতি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ ওহাব বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার চালু, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সদর ও সোনাডাঙ্গা) মার্জান বিনতে আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার পালসহ শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নতুন বই বিতরণ করা হয়।

 

 

Related posts