বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ❙ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

বেদে সম্প্রদায়ের জন্য পুনাকের বিশেষ খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখার কর্মসূচী চলাকালে কর্মহীন বেদে সম্প্রদায়ের মানুষের জন্য রোববার (৫ এপ্রিল) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খুলনা জেলার পক্ষ থেকে এক মাসের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

খুলনার তেরখাদা থানার বেদে সম্প্রদায়ের ৩৫টি পরিবারের মোট ১৪৯ জন সদস্যের জন্য ০১ মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খুলনার সভাপতি মিসেস শারমিন আক্তার এবং খুলনা জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া খুলনা জেলা পুলিশের বিভিন্ন স্তরের নারী পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related posts