বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের সাথে খুলনা সার্কিট হাউজ সম্মেলনক্ষ প্রান্ত হতে খুলনার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা যুক্ত হবেন। 

প্রকল্পসমূহ হলো, তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ছয় লেন বিশিষ্ট ৮ কিলোমিটার তৃতীয় কর্ণফুলী (শাহ্ আমানত সেতু) সেতুর এপ্রোচ সড়ক এবং ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু।

ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নির্মাণ কাজ।

এছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন।

Related posts