বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৩০ ভাদ্র ১৪৩০

বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস

স্টাফ রিপোর্টার: আগামী ১৩ মার্চ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এবছর ১৩ মার্চ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, শোকর্যাালি, কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, প্রদর্শনীর উদ্বোধন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল/প্রার্থনা, এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, কটকা স্মৃতিসৌধে শোক সভা ও স্মৃতিচারণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং তথ্যচিত্র প্রদর্শন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ছাত্র যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

Related posts