
এসবিনিউজ ডেস্ক: সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে।
এ উপলক্ষে এদিন জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী সভাপতি মোল্লা জালাল নতুন সভাপতি ওমর ফারুককে ফুল দিয়ে এবং ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব দীপ আজাদের কাছে বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নবনির্বাচিত সহসভাপতি মধুসূদন মণ্ডল, আফরোজা আক্তার ডিউ ও মোশাররফ হোসেন, বিদায়ী কমিটির সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, বর্তমান যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ ও অমিত রায়, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদসহ নারায়ণগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।