বিএনপি নেতাদের সহমর্মিতার জন্য ধন্যবাদ: তথ্যমন্ত্রী

এসবিনিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে ধন্যবাদ।
সোমবার (৪ মার্চ) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় সদ্যপ্রয়াত প্রখ্যাত সাংবাদিক মোঃ শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রেসক্লাবের এসভায় যোগ দেন ড. হাছান মাহমুদ।
সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, গতকাল ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অসুস্থ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত। এ সময় মন্ত্রী বলেন, বেগম জিয়ার পুত্র আরাফাত রহমানের মৃত্যুসংবাদে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার বাসায় গেলে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরোজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেন নি।
মন্ত্রী বলেন, সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ভুল করলেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গতকাল হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
এর আগে বক্তৃতায় প্রয়াত সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরকে তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

Related posts