
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়।
এসব কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠানটির সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, স্কুল ব্যাগ, পানির বোতল ও ছাতাসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিআইএফপিসিএল’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করেন। এসব অনুষ্ঠানে চীফ জেনারেল ম্যানেজার দীলিপ কুমার দুবে, এজিএম সিদ্ধার্থ মন্ডল ও জিএম এইচএম তরিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।