
স্টাফ রিপোর্টার: সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার (১০ মার্চ) নগরীর বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) খোন্দকার রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামীলীগ নেতা শেখ হায়দার আলী, কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল ইসলাম।