বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীন দেশ পেয়েছি: সালাম এমপি

স্টাফ রিপোর্টার: খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এ দেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের নাম স্থান পেয়েছে। আজ আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি বলেন, বঙ্গবন্ধু গরিব-দুঃখি মানুষের পাশেই বেশি দাঁড়াতেন। তারই আদর্শ অনুসরণ করে আমার সংসদীয় এলাকায় সবধরণের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার (১৭মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সালাম মূর্শেদী এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাংসদ এবং তার সহধর্মিনী, দিঘলিয়া ও রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংসদ ও তার সহধর্মিনী দিঘলিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন।
এর আগে রোববার প্রথম প্রহরে সাংসদের খুলনাস্থ অফিসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বঙ্গবন্ধুর জন্মদিনের সকল অনুষ্ঠানে এমপি পত্নী সারমিন সালামও উপস্থিত ছিলেন।

Related posts