বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ❙ ১২ আশ্বিন ১৪৩০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর উদ্যোগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘এ নিছক ভাস্কর্য ভাঙচুর নয়, ভয়ানক দেশদ্রোহিতা’ শীর্ষক এক মানববন্ধন সোমবার (৭ ডিসেম্বর) ক্যাম্পাসের হাদী চত্বরে অনুষ্ঠিত হয়।
স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। মানববন্ধন থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Related posts