
স্টাফ রিপোর্টার: খুলনায় ৩৬ বোতল ফেন্সিডিলসহ রেলস্টেশনের বুকিং সহকারী এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে তাকে নগরীর দৌলতপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, শনিবার নগরীর দৌলতপুর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হককে ৩৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুকিং সহকারী এনামুল হকের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।