
স্টাফ রিপোর্টার: স্টার ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক-এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবকে ডিজিটাল সেট-টপ বক্স প্রদান করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাব চত্বরে স্টার ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক-এর ম্যানেজিং ডাইরেক্টর মোল্লা মোস্তাফিজুর রহমান (মিলন) খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা’র কাছে এই ডিজিটাল সেট-টপ বক্স হস্তান্তর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ জাহিদুল ইসলাম ও দিলিপ কুমার বর্মন। স্টার ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক-এর ফিন্যান্স ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফুল (সজীব), এ্যাডমিন ডাইরেক্টর ফয়েজুল ইসলাম টিটো, ডাইরেক্টর মাসুদ রানা, শেখ আজিজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজিজুর রহমান ও সিদ্দিকুর রহমান, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্টাফ রিপোর্টার বাসক নন্দী প্রমুখ।