বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৬ আশ্বিন ১৪৩০

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জাকির হোসেন

এসবিনিউজ ডেস্ক: বিসিএস (তথ্য-সাধারণ) কর্মকর্তা মো. জাকির হোসেনকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার।

জাকির হোসেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার (১৪মার্চ) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আদেশে বলা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তরের নিজ দায়িত্বের পাশাপাশি তাকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা করা হলো। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের কর্মকর্তা প্রধান তথ্য অফিসার (পিআইও) বেগম কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসাবে নিয়োগ করা হয়। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।

Related posts