
এসবিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার (৭এপ্রিল)বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুত কারক ও রপ্তানি কারক সমিতির (বিজিএমইএ) সম্মিলিত ফোরাম থেকে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি রুবানা হক সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিজিএমইএ’র সম্মিলিত ফোরাম থেকে নির্বাচিত সভাপতি রুবানা হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা তৈরি পোষাক খাতের শীর্ষ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করায় রুবানা হককের প্যানেলকে অভিনন্দন জানান।
এ সময় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে দেশের তৈরি পোষাক শিল্পের উন্নয়ন এবং বিজিএমইএ’র চলমান সফলতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন বলে প্রেস সচিব জানান।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক শনিবার সম্মিলিতি ফোরামের প্যানেল থেকে মোট ৩৫ টি পদেই জয় লাভের মধ্যদিয়ে বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি আগামী ২০ এপ্রিল সমিতির দায়িত্ব গ্রহণ করবেন।