বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৬ আশ্বিন ১৪৩০

প্রধানমন্ত্রীর চাচী রিজিয়া নাসের আর নেই

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রিজিয়া নাসের আর নেই। তিনি সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। এই হাসপাতালে তিনি ৩ নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে বেগম নাসেরের বয়স হয়েছিল ৮৫ বছর।
বেগম নাসের বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এবং খুলনা-২ আসনের এমপি শেখ সালাহ উদ্দিন জুয়েলের মা।
মঙ্গলবার বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় বিপদগামী কিছু সেনা সদস্যদের নারকীয় হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাকি সদস্যের সঙ্গে নিহত হন শেখ আবু নাসের।
১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর বেগম নাসের তাকে মাতৃস্নেহে আগলে রাখেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক। বেগম নাসের পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে সেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
বেগম নাসেরের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Related posts