বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৬ আশ্বিন ১৪৩০

প্রধানমন্ত্রীর চাচি রিজিয়া নাসেরের দাফন সম্পন্ন

এসবিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রিজিয়া নাসেরের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ই নভেম্বর) বাদ জোহর বনানী কবরস্থানে মরহুম শেখ রিজিয়া নাসেরের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার মরদেহে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেখ রিজিয়া নাসের বার্ধক্য জনিত নানা জটিলায় ভুগছিলেন। তিনি গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে রাত পৌনে নয়টায় মারা যান।
মরহুমা শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, মেঝ ছেলে সেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-১ আসনের সংসদ সদস্য ও তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ রুবেল ও শেখ বাবু। তার দৌহিত্র শেখ তন্ময় শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

Related posts