পিকআপভ্যান-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত

এসবিনিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Related posts