নিয়োগ পরীক্ষায় ৯৮.৫% নাম্বার সানির : নেটদুনিয়া তোলপাড়

এসবিনিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় ৯৮.৫ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন সানি লিওন। বুধবারের এই খবরে তোলপাড় নেটদুনিয়া। খবরটা শুনে সবার চোখ কপালে উঠার কথা! কিন্তু যখন জানা যায় এই সানি লিওন সাবেক পর্ন তারকা নন তখনই মানুষের ঘোর কাটে।
ভারতীয় গণমাধ্যমে খবর, সানি লিওন নামের এক তরুণী বিহারের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় ৯৮.৫০% নাম্বার পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন। এর পর কেউ একজন মজা করতে এই রেজাল্ট ভাইরাল করে দেয়।
যদিও বিহার জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কোনো কর্মী দুষ্টুমি করে এমন কান্ড ঘটিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাই মজা করতে প্রথম হওয়া প্রার্থীর নাম ও বাবার নাম পাল্টে দিয়েছেন সেই ব্যক্তি। অবশ্য নিজের নামের অন্য তরুণীর এই সাফল্যে যে সানি বেশ মজাই পেয়েছেন তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার এই খবর পেয়ে টুইট করলেন অভিনেত্রী সানি লিওন স্বয়ং। নিজের টুইটার পেজে তিনি লিখলেন, আমার নামের অন্য একজন এত ভাল নম্বর পাওয়ায়, আমি ভীষণ খুশি…।

Related posts