
তেরখাদা (খুলনা) প্রতিনিধি: তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, পরিবারেই সবচেয়ে নারী নির্যাতনের ঘটনা বেশী ঘটে। যে পরিবারে নারী নির্যাতন হয় সে পরিবারের শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশ ঘটে না। সুন্দর আগামী সৃষ্টির জন্য নারী নির্যাতন বন্ধে সচেতন সবাইকে একযোগে কাজ করতে হবে।
সোমবার (৩০ নভেম্বর) তেরখাদা উপজেলা সদরে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে রূপান্তর-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায় তেরখাদা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যবৃন্দসহ এ সভায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্লাটফর্মের আহ্বায়ক ও তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগসমূহ তুলে ধরে বলেন, নির্যাতিতদের আইনগত সহায়তা দেবার জন্যে পুলিশ বাহিনী সদা তৎপর রয়েছে। যে কোন সময় ঘটনা তুলে ধরে পুলিশকে জানালে পুলিশ আইনী পদক্ষেপ গ্রহণ করবে।
প্লাটফর্মের সদস্যসচিব এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় আলোচনা সভা ও মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা আয়েশা আক্তার, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, রূপান্তর-এর জিবিভি প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয় তেরখাদা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে।